• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:১৯ অপরাহ্ন

সাকিবকে চিনি না, ছেলেটির গায়কীর উত্তেজনায় বাকরুদ্ধ হয়েছি : আসিফ (ভিডিও)

/ ১২৭ বার পঠিত
আপডেট: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩

ঢাকা কলেজের ২৩ ব্যাচের ছাত্র সাকিব। দৃষ্টিপ্রতিবন্ধী ছেলেটি ক্লাসের ফাঁকে হাত দিয়ে বেঞ্চ বাজিয়ে গাইছেন ‘সবুজের বুকে লাল’ শিরোনামের গানটি। এই গানটির মূল শিল্পী আসিফ আকবর।

সোশ্যাল মিডিয়ার বদৌলতে সাকিবের গাওয়া গানটি আসিফের নজরে আসে। রোববার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে সেই ভিডিওটি শেয়ার করে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন তিনি।

আসিফ লিখেছেন, ঢাকা কলেজের ২৩ ব্যাচের মেধাবী ছাত্র সাকিব। আল্লাহ তাকে চোখের দৃষ্টি দেননি ঠিকই, মনের সৌন্দর্য দিয়েছেন উজাড় করে। কণ্ঠে দিয়েছেন অসীম শক্তি, বুকে দিয়েছেন টইটুম্বুর দেশপ্রেম।

তিনি যোগ করেন, শ্রদ্ধেয় মিল্টন খন্দকার ভাইয়ের কথা ও সুরে গানটি গেয়েছিলাম ‘লাল সবুজ’ সিনেমার জন্য। সংগীতায়োজন করেছেন আজমীর বাবু ভাই। আজ সাকিবের কণ্ঠে ‘সবুজের বুকে লাল’ গানটা শুনে খুব আপ্লুত হলাম, আবেগী হয়ে গেলাম।

সাকিব প্রসঙ্গে গায়কের ভাষ্য, আমি সাকিবকে চিনি না। আমার সন্তানের বয়সী ছেলেটির গায়কীর উত্তেজনায় বাকরুদ্ধ হয়েছি। সে আমার চেয়ে শক্তিশালী গায়কী দিয়েছে। এই শক্তি তার মনের গহিন থেকে বের হয়েছে। কারণ সে দেশপ্রেমিক। সাকিব তোমার জন্য ভালোবাসা অবিরাম।

https://www.facebook.com/watch/?v=1221419005473806


আরো পড়ুন