• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ন

হিনা রাব্বানির সঙ্গে বৈঠক করলেন আব্দুল মোমেন

/ ১১১ বার পঠিত
আপডেট: রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩

পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খারের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শ্রীলঙ্কার স্বাধীনতা দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অনুষ্ঠানের ফাঁকে শনিবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসেন।

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের কূটনীতিক কামার আব্বাস খোখার শনিবার এক টুইটে বৈঠকের ছবি পোস্ট করে একটি টুইট করেছেন। এতে তিনি লেখেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতাসহ দুই দেশের অর্থনীতি ও বাণিজ্য পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

শনিবার বিকেলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালুচও বৈঠকের তথ্য জানিয়ে টুইট করেছেন। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিকেল পর্যন্ত আব্দুল মোমেনের কলম্বো সফর নিয়ে বেশ কয়েকটি টুইট করেছে। সেখানে হিনা রাব্বানির সঙ্গে সাক্ষাতের বিষয়ে কোনো টুইট দেখা যায়নি।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন কলম্বোয় সফরে রয়েছেন। শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে শুক্রবার কলম্বো যান তিনি।


আরো পড়ুন