• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৮:১৮ পূর্বাহ্ন

সারাহ-নন্দিতার পথে হাঁটলেন জামাল

/ ৭৯ বার পঠিত
আপডেট: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩

সারাহ ইসলাম ও নন্দিতা বড়ুয়ার পথে জামাল উদ্দিনও হাঁটলেন। মরণোত্তর দেহদান করলেন অবসরপ্রাপ্ত শিক্ষক। রোটারি স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক জামাল উদ্দিন।

জামাল উদ্দিনের ছেলে জাহিন জামাল জানান, ডায়াবেটিস জনিত নানান জটিল রোগে ভুগে শুক্রবার সকাল ৮টার দিকে জামাল উদ্দিনের মৃত্যু হয়। তারা মিরপুরের বাসিন্দা। স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী শুক্রবার দুপুর ১২টার দিকে ৬২ বছর বয়সে জামালের দুটি কর্নিয়া সংগ্রহ করে।

এক মাস আগে অসুস্থ অবস্থায় জামাল উদ্দিন পরিবারকে মরণোত্তর দেহদানের কথা জানিয়েছিলেন। তার দুটি কর্নিয়া কারা পাবেন, সে বিষয়ে এখনও নিশ্চিত করতে পারেনি জাহিন।

এর আগে, রাজধানীর বাসাবোর বাসিন্দা নন্দিতা বড়ুয়ার (৬৯) মরণোত্তর দেহদান করেন। অপরদিকে, ১৮ জানুয়ারি দুরারোগ্য টিউবারাস সিরোসিস রোগের সঙ্গে দীর্ঘ ১৯ বছর লড়াই করার পর ঢাকার বাসিন্ধা সারা ইসলামের মৃত্যু হয়। তার মরণোত্তর অঙ্গদান করে গেছেন তিনি।


আরো পড়ুন