• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:৪৫ পূর্বাহ্ন

তিন বিভাগে সমাবেশ করবে এবার ১২ দলীয় জোট

/ ১৬৬ বার পঠিত
আপডেট: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩

চলমান যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে তিন বিভাগে সমাবেশ করবে ১২ দলীয় জোট।

সরকারের দমন-পীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে এবং বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানিসহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোসহ ১০ দফা দাবি বাস্তবায়নে এ তিন বিভাগে সমাবেশ করবে তারা।

শনিবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা, সিলেট এবং রংপুর বিভাগে সমাবেশ কর্মসূচি পালন করবে এ জোট।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন। এহসান হুদা বলেন, শনিবার ৪ ফেব্রুয়ারি বেলা ১১টায় বিজয়নগর পানির ট্যাংক-সংলগ্ন রাস্তায় ১২ দলীয় জোটের উদ্যোগে ঢাকায় বিক্ষোভ সভা হবে। এতে ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।


আরো পড়ুন