• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৫০ অপরাহ্ন

গণভোট দেন, হারলে কোনো দিন নির্বাচন করব না : হিরো আলম

/ ১৯০ বার পঠিত
আপডেট: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩

বগুড়ার দুটি আসনের উপনির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ তোলার পর এবার গণভোটের দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তিনি বলেছেন, গণভোটে হারলে আর কোনো দিন নির্বাচন করবেন না।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) নিজ এলাকায় সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

এসময় হিরো আলম নির্বাচন কমিশনার রাশেদা সুলতানাকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, আমার এবং তানসেনের (জাসদ নেতা রেজাউল করিম তানসেন) মধ্যে গণভোটের আয়োজন করেন। জনগণ আমাকে ভোট দিয়েছে নাকি দেয়নি, ফলাফল চুরি হয়েছে কিনা সেটাও আমি দেখাব।

হিরো আলম বলেন, আমি চাই গণভোট হবে ব্যালটে। কারণ ইভিএমে কারচুপি হয়। আর কারচুপি করেই আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। গণভোটে প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরা দেবেন এবং যারা নির্বাচন কমিশনার আছেন তারা সবাই ভোট দেখবেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি গণভোটে হেরে যাই আর কোনো দিন নির্বাচন করব না, নির্বাচনের নাম মুখেও আনব না।

তিনি বলেন, ভোটাররা আমার হেরে যাওয়া মেনে নিতে পারছেন না। তারা বলছেন আমার সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছি। আগামী দুই-তিন দিনের মধ্যে আদালতে রিট করব। আশা করছি, সেখানে আমার পক্ষে ফল আসবে।

এর আগে, বুধবার বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। দুটি আসনেই পরাজিত হয়ে হিরো আলম ফল পাল্টে দেওয়ার অভিযোগ তুলছেন। তবে এ বিষয়ে বৃহস্পতিবার নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ফল পাল্টানোর অভিযোগ ভিত্তিহীন। ফলাফল শতভাগ সঠিক বলে দাবি করেছেন তিনি।


আরো পড়ুন