• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৭:৪৯ অপরাহ্ন

ছোট ভাইকে হত্যার অভিযোগে বড় ভাই গ্রেপ্তার

/ ১৬২ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩

জমি বিরোধের জের ধরে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকায় আপন বড় ভাইয়ের হাতে খুন হয় ছোট ভাই মো. হোছন। ২৮ জানুয়ারি রাতে এই নির্মম ঘটনাটি ঘটে। এ ঘটনার পর ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহতের স্ত্রী ৩০ জানুয়ারি এই ঘটনায় টেকনাফ মড়েল থানায় হত্যা মামলা দায়ের করেন।

চাঞ্চল্যকর এ মামলায় ছোট ভাইকে খুন করা সেই বড় ভাই মো. ইউনুছকে আটক করেছে র‌্যাব ১৫। বুধবার দুপুরে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুহুরি পাড়ার একটি ভাড়া বাসা থেকে আটক করা হয়।
বুধবার বিকেলে র‌্যাব ১৫ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করে মো. ইউনুছ বিষয়টি স্বীকার করেছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

আটক মো. ইউনুছ শাহপরীর দ্বীপ পশ্চিম উত্তরপাড়ার মৃত মকবুল আহম্মদ পুত্র। তার বয়স ৬০ বছর। এ মামলার সাথে জড়িত অন্যান্য আসামিদের ধরতে র‌্যাবের অভিযান অব্যাহত আছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।


আরো পড়ুন