• শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৫:৫১ অপরাহ্ন

ন্সিগঞ্জের সিরাজদীখান থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফ্রতার ০২

/ ৬৪ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৩১ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানাধীন বাড়ইপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা মূল্যের ০৪ (চার) কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। শেখ বাদল (৩৩) ও ২। মোঃ বাবুল শেখ (৩৭) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০২টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ- ৩,৮০০/- (তিন হাজার আটশত) টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে সিরাজদীখানসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।


আরো পড়ুন