• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন

১৬ বছর পর ফালুর দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

/ ১৬৯ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ১৬ বছর পর বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোহাম্মাদ মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মাদ নজরুল ইসলামের আদালতে এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এদিন মামলার বাদী দুদকের অবসরপ্রাপ্ত উপপরিচালক রহিমা খাতুন আদালতে সাক্ষ্য দেন। এরপর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন হিসেবে আগামী ৫ মার্চ ধার্য করেন আদালত।

৪৫ কোটি ৬৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ৮ জুলাই বিএনপি নেতা মোহাম্মাদ মোসাদ্দেক আলী ফালু ও তার স্ত্রী মাহবুবা সুলতানার বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় মামলা করে দুদক। ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি আদালতে মামলাটির চার্জশিট দাখিল করা হয়। চার্জশিট দাখিল হওয়ার পর ফালু ও তার স্ত্রী হাইকোর্টে মামলা বাতিলের আবেদন করেন। এরপর মামলাটি দীর্ঘদিন স্থগিত থাকার পর আবারও সচল হয়। তবে ফালুর স্ত্রীর মামলা উচ্চ-আদালতে বাতিল হয়ে যায়। পরবর্তীতে ২০১৮ সালের ২৭ আগস্ট চার্জগঠনের মাধ্যমে মামলার বিচারকাজ শুরুর আদেশ দেন আদালত। বিচার শুরুর সাড়ে চার বছর পর মামলাটিতে প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু হলো।


আরো পড়ুন