• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:০২ অপরাহ্ন

মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও বাড়ল

/ ২০৯ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩

মিয়ানমারে চলমান জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে দেশটির জান্তা সরকার। ক্ষমতা দখলের দুই বছরের মাথায় বুধবার (১ ফেব্রুয়ারি) জান্তা সরকারের পক্ষ থেকে নতুন করে মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, মিয়ানমারে জরুরি অবস্থা জানুয়ারিতেই শেষ হওয়ার কথা ছিল। দেশটির সংবিধান অনুযায়ী, এরপরই নির্বাচন হওয়ার কথা। সম্প্রতি মিয়ানমারের জান্তাপ্রধানও ফেব্রুয়ারিতে নতুন নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এখন নতুন করে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানায় নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে।

এদিকে মিয়ানমারের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এবারের নিষেধাজ্ঞায় দেশটির ইউনিয়ন ইলেকশন কমিশন, খনি কোম্পানি, জ্বালানিবিষয়ক কর্মকর্তা এবং সাবেক ও বর্তমান কয়েকজন সেনা কর্মকর্তা রয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালের ১ ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চি সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। এরপর দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

সূত্র : আলজাজিরা, এনডিটিভি


আরো পড়ুন