• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন

ফলাফল বয়কট করে জরুরি সংবাদ সম্মেলনে হিরো আলম

/ ১০০ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনের ফলাফল বয়কট করে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন হিরো আলম।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় বগুড়ায় নিজবাসা থেকে তিনি এই সংবাদ সম্মেলনে আসছেন।

এ বিষয়ে হিরো আলম ফেসবুকে লিখেছেন, ‌‘আজ রাত ১০টা ৩০ মিনিটে আমার নিজবাসায় সংবাদ সম্মেলন করব। আমার সাথে অন্যায় করা হয়েছে, আমি এই ফলাফল মানি না।’

উল্লেখ্য, এদিন বগুড়া-৪ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মশাল প্রতীকে ২০ হাজার ৪০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মহাজোট প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট।


আরো পড়ুন