• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন

গত বছর ১১ লাখের বেশি কর্মী বিদেশ গেছেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

/ ২১১ বার পঠিত
আপডেট: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩

গত বছর প্রায় ১১ লাখ ১৩ হাজার ৩৭৪ জন কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১ ফেব্রুয়ারি) সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। শেখ হাসিনা বলেন, ২০২২ সালে বিদেশে কর্মসংস্থান হওয়াদের মধ্যে নারী এক লাখ পাঁচ হাজার ৪৬৬ জন। সরকারের নেওয়া বেশ কিছু পদক্ষেপের ফলে এটা সম্ভব হয়েছে।

এ ছাড়া সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে গত বছর মোট ১৮ হাজার ৫৯৩ জন কর্মী বৈদেশিক কর্মসংস্থান লাভ করেছে।

সরকারপ্রধান বলেন, বর্তমানে ১৬৮টি দেশে শ্রমশক্তি রপ্তানি করা হচ্ছে। সরকার মধ্যপ্রাচ্যকেন্দ্রিক শ্রমবাজার নির্ভরতা কমিয়ে পূর্ব-ইউরোপ ও পূর্ব-এশিয়ার নতুন কিছু দেশে শ্রমিক রপ্তানির চেষ্টা করছে।

শেখ হাসিনা বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি উপজেলা থেকে গড়ে বছরে এক হাজার কর্মী পাঠানোর জন্য একটি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।


আরো পড়ুন