• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন : ‘নিখোঁজ’ আসিফের কেন্দ্রে ভোটার উপস্থিতি কম

/ ১৭৬ বার পঠিত
আপডেট: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসন উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। তবে ‘নিখোঁজ’ স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের নিজ কেন্দ্রে (আশুগঞ্জ শ্রমকল্যাণ) ভোটারদের উপস্থিতি একেবারেই কম।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। জানা গেছে, আশুগঞ্জের সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বুধবার বেলা ১১টা ৫ মিনিট পর্যন্ত ভোট পড়েছে ১৫০টি। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৪১ জন।

আশুগঞ্জের সোহাগপুর কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা সৈয়দ ইসরাফিল জানান, বুধবার সকাল থেকেই ভোটার উপস্থিতি কম।

আশুগঞ্জ শ্রমকল্যাণ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সৈয়দ রাফি উদ্দিন জানান, কেন্দ্রটিতে মোট ভোটার ২ হাজার ৪২৮ জন। বুধবার দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ১৪০টি। কেন ভোটারদের উপস্থিতি কম তা স্পষ্ট করে বলতে পারেননি তিনি।


আরো পড়ুন