• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন

যে কারণে ভোট না দিয়ে চলে গেলেন ‘নিখোঁজ’ আসিফের স্ত্রী

/ ২২৬ বার পঠিত
আপডেট: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচনকে অসুস্থ উল্লেখ করে নির্বাচন স্থগিতের দাবি জানিয়েছেন ‘নিখোঁজ’ স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের স্ত্রী মেহেরুর নিছা।

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টায় আশুগঞ্জ শ্রমকল্যাণ কেন্দ্রে ভোট দিতে এসে সাংবাদিকদের দেওয়া বক্তব্যে এ দাবি জানান। এ সময় ভোটকেন্দ্রে ‘অনিয়ম দেখে’ ভোট না দিয়েই কেন্দ্র ছেড়ে যান তিনি।

মেহেরুন নিছা অভিযোগ করে বলেন, আমি এই কেন্দ্রে এসে দেখলাম, ভোটারের ফিঙ্গার রেখে অন্যরা ভোট চেপে দিচ্ছে। যতটুকু খবর পেয়েছি, সব কেন্দ্রেই এমন হচ্ছে এবং আমার কর্মীদেরকে বের করে দিচ্ছে। এজেন্টদেরকেও ঢুকতে দিচ্ছে না।

তিনি আরও বলেন, আমি মনে করি এটা অসুস্থ নির্বাচন। যেহেতু নির্বাচনটা সুষ্ঠু না, সেহেতু আমাদের রেজাল্ট কি আসবে, আপনারা বুঝতে পারছেন। যদি সুষ্ঠু ভোট হতো, তাহলে আসিফ বিপুল ভোটে বিজয়ী হতো। আসিফ প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন। আমাদের কর্মীরা এখনও মাঠের বাইরে। এ অবস্থায় আমি আর কি বলতে পারি, এটা কি নির্বাচন? ভোটের এই পরিবেশ দেখে আমি ভোট দেয়নি।


আরো পড়ুন