• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:৪১ অপরাহ্ন

হিলি স্থলবন্দরে ২ দিনের কর্ম বিরতি পালন করছে সি এন্ড এফ এজেন্টরা

/ ১৮৫ বার পঠিত
আপডেট: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩

গোলাম রব্বানী, হিলি প্রতিনিধি:
আমদানি-রপ্তানি স্বাভাবিক থাকলেও দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দরে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং এজেন্টস এর কর্মসূচির অংশ হিসাবে ২ দিনের কর্ম বিরতি পালন করছেন বাংলাহিলি কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং (সিএন্ডএফ এজেন্ট) এসোসিয়েশন।

সোমবার (৩০ জানুয়ারি) রাত টায় বিষয়টি নিশ্চিত করছেন বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।
তিনি জানান,জাতীয় রাজস্ব বোর্ড কতৃক কাস্টমস লাইসেন্সিং বিধিমালা ২০২০ সংশোধনসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়াডিং এজেন্টস এসোসিয়েশন ৩০ ও ৩১ জানুয়ারী সোমবার ও মঙ্গলবার দুই দিন বাংলাদেশ কাস্টমস হাউজ ও শুল্ক স্টেশনে পুর্ন দিবস কর্ম বিরতির ডাক দিয়েছে।

কেন্দ্রিয় কর্মসূচীর সাথে একাত্বতা ঘোষনা করে আজ ও আগামীকাল হিলি কাস্টমস হাউজ ও শুল্ক স্টেশনে ২ দিন কর্ম বিরতি পালন করতেছি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন এর সদস্যরা।

তিনি আরও জানান, কর্ম বিরতি চলাকালে বন্দরের আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক থাকলেও বন্দর থেকে পণ্য ছাড়া করা হবেনা।


আরো পড়ুন