• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:৪৪ অপরাহ্ন

হিলিতে অবৈধ স-মিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

/ ২০৭ বার পঠিত
আপডেট: রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩

গোলাম রব্বানী, হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর হিলিতে অবৈধ স-মিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে দুই জন স-মিল মালিককের বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাকিমপুর ইউএনও মোহাম্মদ নূর-এ- আলম। এসময় আরও দুই জন স-মিল মালিককে সতর্ক করা হয়েছে।

রবিবার (২৯ জানুয়ারি) বিকেল চারটায় পৌর শহরের ছাতনী চৌমুহনী বাজারে অবৈধ স-মিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে, নজরুল ইসলাম ও সবুর মিয়া নামের দুই জন অবৈধ স-মিল মালিককের (দশ হাজার টাকা করে) বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় উপস্থিত ছিলেন বনবিভাগের সহকারী বন রক্ষক মাসুম আলম, চড়কাই বনবিভাগের রেঞ্জ অফিসার নিশিকান্ত মালাকার ও পুলিশ সদস্য।

বিষয়টি প্রেস ব্রিফিং এর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন হাকিমপুর ইউএনও মোহাম্মদ নূর-এ আলম।
তিনি জানান, দীর্ঘ দিন থেকে হাকিমপুর উপজেলায় কিছু স-মিল মালিক অবৈধ স-মিল পরিচালনা করে আসছে অভিযোগ রয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে বনবিভাগের সহায়তায় আজ পৌর শহরের ছাতনী চৌমুহনী বাজারে দুটি অবৈধ স-মিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ স-মিল পরিচালনার দায়ে স-মিল মালিক নজরুল ইসলামকে দশ হাজার টাকা (১০,০০০) ও সবুর মিয়াকে দশ হাজার টাকা (১০,০০০) মোট বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও আরো দুই জন স-মিল মালিককে সতর্ক করা হয়েছে।

ভবিষ্যতে এধরনের অবৈধ স-মিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আরো পড়ুন