• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৫১ পূর্বাহ্ন

আমরা নিজেদের ভিক্ষুক মনে করতাম: আনিসুল হক

/ ১৮৭ বার পঠিত
আপডেট: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, ‘আমাদের কোনো লক্ষ্য ও পরিকল্পনা ছিল না। আমরা কোথায় যাব সে সম্পর্কে কিছু জানতামও না। আমরা নিজেদের মনে করতাম ভিক্ষুক।’

শনিবার দুপুরে রাজধানী আগারগাঁও বিআইসিসিতে ‘নিরাপদ ডিজিটাল সমাজ : রাষ্ট্রের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, ‘একটা সময় আমাদের সরকার বছরের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত দুর্ভাবনায় থাকত। আমাদের আগামী বছরের যে বাজেট হবে, সেজন্য কোন দেশ কত টাকা ভিক্ষা দেবে, এ ভিক্ষা আনার পরে, ঠিক করতাম ভিক্ষা কীভাবে খরচ করা হবে।’

তিনি বলেন, আমরা দেখেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সেবামূলক সরকার গঠন করলেন তখন তিনি একটি নির্দেশনাও দিয়েছিলেন। তিনি লক্ষ্য সেট করেছেন ২০২১, ২০৩১ ও ২০৪১ সাল পর্যন্ত। এ লক্ষ্যগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ডিজিটাইজেশন। আর সে লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজিডি ই-গভ সিআইআরটির প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ।

সেমিনারে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, বিটিআরসির কমিশনার আবু সৈয়দ দিলজার হোসেন ও পুলিশের অতিরিক্ত উপকমিশনার নাজমুল হোসেন প্রমুখ।


আরো পড়ুন