• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:২৬ পূর্বাহ্ন

৪৪ রানের লজ্জা টপকাতে পারবে কি সিলেট!

/ ১০২ বার পঠিত
আপডেট: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩

ঢাকায় শীত কমেছে। তবে সিলেটে শীত এখনও ভালোই উঁকি মারছে। শীতের সেই ঠান্ডা ভাব রয়ে গেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেটেও। যার ফলে শীতলতার মাঝে রান আটকে রেখেছে উইকেটটি।

ঢাকা এবং চট্টগ্রাম পর্ব কাটিয়ে বিপিএল এখন চায়ের দেশ সিলেটে। যেখানে প্রথম ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। যারা কিনা এবারের আসরের হট ফেভারিট। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৬টিতেই জয় পেয়েছে দলটি। ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থেকেই সিলেটে পা দিয়েছিল দলটি।

তবে ঘরের মাঠে এসেই যেন খেই হারিয়ে ফেলেছে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট। রংপুর রাইডার্সের বিপক্ষে রীতিমতো নাকানি-চুবানি খেয়েছে দলটি। টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে ১৮ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ফেলেছে।

অবশ্য সিলেটের নতুন উইকেটও বিপদ হয়ে দাঁড়িয়েছিল সিলেট ফ্র্যাঞ্চাইজির জন্য। উইকেটে কিছু ঘাস থাকায় উইকেট থেকে পেসাররা গতি, সুইং সব দারুণভাবে আদায় করে নিচ্ছিল। স্পিনাররাও বড় টার্নই পেয়েছে উইকেট থেকে।

উইকেটের এই সুবিধা কাজে লাগিয়ে সিলেটকে বিপিএলের সর্বনিম্ন স্কোরে আটকানোর চেষ্টা করছে। বিপিএলের ইতিহাসে সর্বনিম্ন স্কোর হচ্ছে ৪৪। ২০১৬ সালে রংপুর রাইডার্সের বিপক্ষে এই রানে অলআউট হয়ে গিয়েছিল খুলনা টাইটান্স। সিলেট কি পারবে এই লজ্জা টপকে যেতে, সেটিই এখন দেখার।


আরো পড়ুন