• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:০১ অপরাহ্ন

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে ঢাকা

/ ১১৯ বার পঠিত
আপডেট: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩

টানা সপ্তম দিনের মতো দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা।

শুক্রবার (২৭ জানুয়ারি) সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) প্রকাশিত ঢাকার স্কোর ৩৩৮।

অন্যদিকে, দুই শ ২২ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইরাকের বাগদাদ এবং পাকিস্তানের লাহোর। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে ধারণা দেয়।

তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এরমধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

একিউআই স্কোর অনুযায়ী ঢাকার বাতাসে অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ বলা হয়।ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।


আরো পড়ুন