• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:৩৬ অপরাহ্ন

১০০ টাকা রাজস্ব আদায়ে খরচ কত, জানাল এনবিআর

/ ৫৭ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩

১০০ টাকা রাজস্ব আদায়ে ২১ পয়সা খরচ হয় বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর একটি হোটেল আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ তথ্য জানান।

এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব আদায়ে সবচেয়ে কম খরচ হয় বাংলাদেশে। বাংলাদেশে ১০০ টাকা আদায়ে মাত্র ২১ পয়সা খরচ হলেও ভারতে ৬০ পয়সা, সিঙ্গাপুরে ৭৯ পয়সা, থাইল্যান্ডে ৭১ পয়সা ও মালয়েশিয়ায় ১ টাকা খরচ হয়।

তিনি বলেন, চোরাচালান প্রতিরোধসহ নানামুখী পদক্ষেপের মাধ্যমে টেকসই অর্থনীতি বিনির্মাণে বাংলাদেশ কাস্টমস অগ্রণী ভূমিকা পালন করছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ কাস্টমস ভবিষ্যতে আরও বেশি অবদান রাখবে।

কাস্টমসকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা ও পেশাদারিত্ব নিয়ে কাজ করতে আহ্বান জানান আবু হেনা।

অনুষ্ঠানে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এনবিআর’র ১৭ জন কর্মকর্তা ও তিন অংশীজনকে সার্টিফিকেট অব মেরিট সম্মাননা দেওয়া হয়।


আরো পড়ুন