• শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৫:৪৫ অপরাহ্ন

হিলিতে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

/ ৪০ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩

গোলাম রব্বানী, হিলি দিনাজপুর প্রতিনিধি:
“রাজস্বের প্রবৃদ্ধি টেকসই সমৃদ্ধি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দরে দিন ব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় হিলি সীমান্তের শুন্যরেখায় ভারতের হিলি কাস্টমস, বিএসএফ ও বিজিবিকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান কাস্টমস কতৃপক্ষ। পরে দুপুরে হিলি স্থলবন্দরের সভাকক্ষে হিলি স্থল শুল্কস্টশনের উপ-কমিশনার বায়জিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ও বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক মোঃ তজিমুল হক মানিক, ওসি আবু সায়েম মিয়াসহ আমদানিকারক, সিআ্যন্ডএফ এজেন্ট, কাস্টমস কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আন্তর্জাতিক কাস্টমস দিবসের তাৎপর্য তুলে ধরেন। সেই সাথে হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রফতানি বানিজ্য কার্যক্রম আরো গতিশীল করতে বন্দরের নানা বিষয় নিয়ে আলোচনা করেন।


আরো পড়ুন