• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৪৫ অপরাহ্ন

ভূমিকম্পে উত্তরপ্রদেশে ভবন ধসে নিহত ৩

/ ১১১ বার পঠিত
আপডেট: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩

ভারতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ার পর একটি চারতলা ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন চাপা পড়েছেন। এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দেশটির উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, লখনৌর হজরতগঞ্জে ধসেপড়া ভবনে অন্তত চারটি পরিবার আটকে রয়েছে। এরই মধ্যে তিনজনকে উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, ভবনটি অনেক পুরোনো ছিল। ভূমিকম্পের পর ভবনটি ধসে পড়ে। ঘটনাস্থলে উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রিজেশ পাঠক উপস্থিত রয়েছেন। তিনি উদ্ধার কাজ তদারকি করছেন।

ভারতে ভূমিকম্প অনুভূত হলেও মূলত এর কেন্দ্রস্থল ছিল নেপাল এবং চিন অধিকৃত তিব্বতের সীমান্তে। ফলে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় ৫ দশমিক ৮ এবং এর স্থায়িত্ব ছিল প্রায় ২৫ সেকেন্ড।


আরো পড়ুন