• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:০৯ অপরাহ্ন

বিশু শিকদারের মৃত্যুতে জেমসের প্রতিক্রিয়া

/ ৯৬ বার পঠিত
আপডেট: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩

‘দুষ্টু ছেলের দল’ খ্যাত গীতিকবি বিশু শিকদার মারা গেছেন। তার মৃত্যুতে মুষড়ে পড়েছেন দুষ্টু ছেলেদের ‘গুরু’ নগরবাউল জেমস।

বিশুর মৃত্যুর খবরে তার লেখার সূত্র ধরেই প্রতিক্রিয়া জানিয়েছেন জেমস। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রয়াত গীতিকবির ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘যদি এই শীতে আমি মরে যাই, মনে রেখ আগামী শীতে, নতুন করে জন্ম নেব, হয়তো ফুল হয়ে, কোনো পথের ধারে, হিমেল হাওয়া, চেতনার পাশ দিয়ে।’

মৃত্যুর সময় ও কারণ উল্লেখ করে জেমস লেখেন, ‘আমাদের সবার প্রিয় গীতিকার ও লেখক বিশু শিকদার আর আমাদের মাঝে নেই। বিকেল ৫ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন।’

প্রসঙ্গত, নগর বাউলের জন্য প্রায় অর্ধ শতাধিক গান লিখেছেন বিশু শিকদার। মূলত জেমসের জন্যই লিখতেন তিনি। জেমসের সবশেষ প্রকাশিত ‘আই লাভ ইউ’ গানটিও তার সঙ্গে যৌথভাবে লিখেছেন বিশু।

এছাড়াও তার লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- ‘বিজলী’, ‘যদি এই শীতে’, ‘আমি তোমাদেরই লোক’, ‘সেলাই দিদিমনি’, ‘অবশেষে জেনেছি’, ‘তুফান’ ইত্যাদি।


আরো পড়ুন