• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ন

আউটলুকে যুক্ত হচ্ছে মাইক্রোসফট টিমসের চ্যাট সুবিধা

/ ১৮৮ বার পঠিত
আপডেট: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩

আউটলুক ব্যবহারকারীদের জন্য সুখবর। এখন থেকে ই-মেইল পাঠানোর পাশাপাশি পরিচিত ব্যক্তিদের সঙ্গে বার্তাও আদান-প্রদান করা যাবে আউটলুকে।

নতুন এ সুবিধা দিতে আউটলুকে যুক্ত হচ্ছে মাইক্রোসফট টিমসের চ্যাট সুবিধা। ফলে ই-মেইল পাঠানোর পাশাপাশি যে কারও সঙ্গে দ্রুত বার্তা বিনিময় করা যাবে। এ জন্য আলাদা করে মাইক্রোসফট টিমসে যেতে হবে না।

আগামী মার্চ মাস থেকেই এ সুবিধা ব্যবহার করা যাবে বলে জানিয়েছে মাইক্রোসফট করপোরেশন।

উল্লেখ্য, ব্যবসায়িক যোগাযোগের সফটওয়ার মাইক্রোসফট টিমস এবং ই-মেইল অ্যাপ আউটলুক- দুটিই মাইক্রোসফটের মালিকানায় পরিচালিত। নতুন এ উদ্যোগের ফলে মাইক্রোসফট টিমস ও আউটলুক ব্যবহারকারীর সংখ্যা বাড়বে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি।

সূত্র: দ্য ভার্জ


আরো পড়ুন