• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৪:৫৪ অপরাহ্ন

পাটগ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুক্তিযোদ্ধা খুন, মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ!

/ ১৯৮ বার পঠিত
আপডেট: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩

মিজানুর রহমান:
লালমনিরহাট জেলার পাটগ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছে মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধ এম ওয়াজেদ আলী

শনিবার (২১ জানুয়ারি) পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এম,ওয়াজেদ আলীর হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেন পাটগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড।তারা ওয়াজেদ আলী হত্যাকান্ডের সুষ্ঠ বিচার সহ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার দাবী করেন।

গত শুক্রবার (২০জানুয়ারী)রাত ০৯-৩০ মিনিটে পাটগ্রাম থানাধীন পৌর ভবন সংলগ্ন ফাতেমা প্রি- ক্যাডেট স্কুলের গলির সামনে পাটগ্রাম মহিলা কলেজের সাবেক প্রিন্সিপাল, সাবেক ডেপুটি কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী (৬৮) কে বা কাহারা পিছন দিক থেকে আকস্মিক ভাবে গলায় ও মাথায গুরুতর ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

মারাত্মক জখম এম ওয়াজেদ আলীর চিৎকারে এলাকা বাসীগণ তাকে উদ্ধার করে, পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করে,কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এই ঘটনায় পাটগ্রাম উপজেলা সাধারন মানুষ স্তব্ধ হয়ে পড়ে।

লালমনিরহাট জেলা অতিরিক্ত পুলিশ সুপার(বি সার্কেল) ফরহাদ ইমরুল কায়েস, ঘটনাস্থলে উপস্থিত থেকে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে থানা পুলিশকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন।

এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, পৌরভবন সংলগ্ন ফাতেমা প্রি- ক্যাডেট স্কুলের গলির সামনে এম ওয়াজেদ আলী কে ছুরিকাঘাতে খুন করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পুলিশ তদন্ত করে দ্রুত হত্যাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।


আরো পড়ুন