• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:০৪ পূর্বাহ্ন

যশোরে শৈত্যপ্রবাহ অব্যাহত

/ ৮৬ বার পঠিত
আপডেট: শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩

শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে যশোরে। ফলে হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে যশোরবাসীর জনজীবন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শনিবার রাত ১২টা থেকে ভোর ৬টার মধ্যে যশোরে হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

এদিকে, সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত সূর্যের দেখা পাওয়া যায়নি। ঘন কুয়াশার কারণে রাস্তা-ঘাট দেখা যাচ্ছে না। ফলে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে গণপরিবহন।

জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। প্রচণ্ড ঠান্ডায় ঘর ছেড়ে বাইরে বেরোনোই দায়। এতে বিপাকে পড়েছেন খেটেখাওয়া মানুষ।

গত দুই সপ্তাহ ধরে যশোরের তাপমাত্রা নিম্নমুখী। রাতভর কুয়াশা পড়ে ক্ষতি হচ্ছে ধানের বীজতলা। কষ্টে বোনা ফসল নিয়ে লোকসানে চাষিরা। শীতের দাপটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। জেলায় অনেক বেলা পর্যন্ত থাকছে সন্ধ্যার আবহ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে।


আরো পড়ুন