• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:০৪ অপরাহ্ন

জাগো হে পথিক

/ ২৩২ বার পঠিত
আপডেট: শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩

সুফিয়া ডেইজিঃ
হাতগুলো সব
জ্বলছে শীতে
বাইরে থেকে প্রকোপ শৈত্যে।
কনকনে শীত ঠান্ডা দেহ
রুমগুলো সব গরম করো
রুমহিটার,হটব্যাগ আর ইলেকট্রিক বেড সব কিনে আজ ভর্তি করো।
হাড় কাঁপুনে বরফদেহ
ভুলে সকল হিমপ্রবাহ
হাসপাতাল আর রাস্তাগুলোয়,
আস্তা কুঁড়োয় রেল জমিনগুলোয়।
দিনমজুর আর কৃষক শ্রমিক
ঝাপটি মেরে চুপটি করে অলস হয়ে বসলে পরে
ঘুমের রানী ক্ষুধার জন্যি
বুঝবে তবে শীত এমনি।
ঘাট হয়েছে রাত এসেছে
দিন ফুরিয়ে মেঘ ভেসেছে
মরুভূমির সবুজ বর্ণে
রব্বুল আলামিন হেসেছে!


আরো পড়ুন