• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ন

হিলিতে স্বাস্থ্যবিষয়ক গণসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

/ ১১৭ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩

গোলাম রব্বানী, হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর হিলিতে সড়ক নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক গণসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শ্যামল কুমার দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন।

আরও বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, দিনাজপুর সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা.কামরুন্নাহার আজাদী, ডা.হুমায়ুন কবির, ডা.প্রিতম মুকতাহিদ, পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক, মহিলা কলেজের অধ্যাপক আশরাফ আলী প্রধান ও সাংবাদিক জাহিদুল ইসলাম।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, সাংবাদিক, মন্দিরের পুরোহিত, এনজিও প্রতিনিধি, কমিউনিটি ক্লিনিকের সভাপতিসহ অনেকে অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রাথমিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বিভিন্ন রোগ-প্রতিরোধে করণীয় সম্পর্কে মাল্টিমিডিয়া প্রজেক্টরে দেখানো হয়। এ ছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধ বিষয় নিয়েও আলোচনা করা হয়।


আরো পড়ুন