• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:২৯ অপরাহ্ন

এনটিআরসিএ‘র প্যানেল প্রত্যাশীরা ৩৮ বছর বয়স পর্যন্ত সুযোগ পাবেন

/ ৯০ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনার কারণে এনটিআরসিএ’র প্যানেল প্রত্যাশীরা তিন বছর বয়সে ছাড় পাবেন অর্থাৎ যাদের বয়স ৩৮ এর কম তারা আবেদন করতে পারবেন ও চাকরির সুযোগ পাবেন।

সোমবার (২ জানুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্যানেল প্রত্যাশীদের নিয়ে এক আলোচনা সভা শেষে এসব কথা বলেন তিনি। শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্মকর্তা এবং প্যানেল প্রত্যাশীদের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, চতুর্থ নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যাদের যোগ্যতা আছে তাদের নেওয়া হবে। নিবন্ধিত ও বয়স ৩৮ এর কম যারা তারা সুযোগ পাবেন।

তিনি বলেন, আন্দোলনকারীদের দাবি-দাওযা ও এনটিআরসিএ এর আইন-কানুন পর্যালোচনা করা হয়েছে। এখানে বিভিন্ন সময় আইনের পরিবর্তন এসেছে। যারা শিক্ষক নিবন্ধন পেয়েছেন এবং আবেদন করেছেন ও বিভিন্ন সময়ে আদালতে মামলা করেছেন সেগুলোও পর্যালোচনা করেছি। চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী যাদের বয়স নির্ধারিত সময়ের বাইরে চলে গেছে তাদের আর নিতে পারছি না। তবে বিদ্যমান আইন অনুযায়ী যারা আবেদন করছেন তাদের জন্য একটি সুযোগ রয়েছে।


আরো পড়ুন