• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন

নোয়াখালীতে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন

/ ১১৭ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩

নোয়াখালী প্রতিনিধি:
শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন,বেলুন ও পায়রা উড়িয়ে যুব গেমসের করেন জেলা প্রশাসল দেওয়ান মাহবুবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রস্ট্য নাজিমুল হায়দর সহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিগন।

মঙ্গলবার সকালে নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের যৌথ আয়োজনে উদ্বোধনী দিনে কবিরহাট বনাম সেনবাগ উপজেলা দলেল মধ্যে ফুটবল খেলা ও ছয়টি উপজেলার খেলোয়াড়দের নিয়ে কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নয়টি উপজেলা থেকে যুব গেমসে অংশ নেয়া প্রতিযোগিরা ২৪ টি ইভেন্টের মধ্যে ভলিবল, এ্যাথলেটিকস, কারাতে, জুড়ো, বক্সিং, কুস্তিসহ মোট আটটি ইভেন্টে অংশগ্রহণ করবে। সমাপানী ও পুরস্কার বিতরনী আগামী ৮ জানুয়ারী অনুষ্ঠান হবে এবং জেলা পর্যায়ের বিজয়ী খেলোয়াররা বিভাগীয় পর্যায়ে গিয়ে প্রতিযোগিতায় অংশ নেবে। প্রত্যক ইভেন্ট খেলোয়াড়দের জন্য রয়েছে আর্থিক অনুদান।


আরো পড়ুন