• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন

সিলেটে টাকা ফেরত চেয়ে ৬৬ ভোটারের বিরুদ্ধে মামলা

/ ১১৪ বার পঠিত
আপডেট: সোমবার, ২ জানুয়ারি, ২০২৩

টাকা ফেরত চেয়ে ৬৬ ভোটারের বিরুদ্ধে মামলা করেছেন সিলেট জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে পরাজিত এক প্রার্থী। রোববার (১ জানুয়ারি) সিলেটের বিচারিক হাকিম শাকিলা ফারজানা চৌধুরী শুমুর আদালতে এ মামলা করেন মুজিবুর রহমান চৌধুরী নামের ওই প্রার্থী। তিনি জেলা পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ছিলেন।

গত ১৭ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি এই নির্বাচনে হেরে গেছেন।

এ ব্যাপারে মামলার বাদী পক্ষের আইনজীবী দেবব্রত চৌধুরী লিটন বরেন, মামলাটি আমলে নিয়ে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করেছেন।

মামলার এজাহারে মুজিবুর রহমান বলেন, বিভিন্ন অজুহাতে ভোটাররা তার কাছ থেকে নির্বাচনের আগে ১০ লাখ ৫ হাজার টাকা ধার নিয়ে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও ফেরত দেননি।


আরো পড়ুন