• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৩:১৬ পূর্বাহ্ন

ল্যানসেটের বিজ্ঞানী তালিকায় বাংলাদেশের সেজুঁতি সাহা

/ ১২৬ বার পঠিত
আপডেট: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

বিশ্বের শীর্ষ বিজ্ঞান ও পিআর রিভিউ সাময়িকী ল্যানসেটের তালিকায় বাংলাদেশের অণুজীববিজ্ঞানী সেজুঁতি সাহা। এ সাময়িকীতে সেজুঁতিকে নিয়ে একটি প্রোফাইল লেখা হয়েছে। বিজ্ঞানীদের তালিকায় সেজুঁতির নাম-পরিচয় ও পেশাগত কাজের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে।

যুক্তরাজ্যের ইংল্যান্ড ভিত্তিক বিজ্ঞান সাময়িকী ল্যানসেট প্রকাশিত হচ্ছে ১৮২৩ সাল থেকে। বিশ্বের সবচেয়ে পুরনো এই সাময়িকী একই সঙ্গে সুপ্রসিদ্ধ এবং বিজ্ঞানীদের কাছে অত্যন্ত মর্যাদাসম্পন্ন।

সেজুঁতি সাহা বাংলাদেশের অলাভজনক সংস্থা চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচআরএফ) পরিচালক। তিনি করোনাভাইরাসের জিন এর নকশা (জিনোম সিকোয়েন্স) উন্মোচন করেছেন। এছাড়াও ডেঙ্গু, চিকুনগুনিয়া নিয়েও তার গবেষণা অব্যাহত আছে।

সেজুঁতি সম্পর্কে ল্যানেসেটে বলা হয়েছে, তিনি (সেজুঁতি) বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা নিয়ে সমতার পক্ষে এক জোরদার কণ্ঠ।

ল্যানসেটে কোনো বাংলাদেশির প্রোফাইল এবারই প্রথম।

নিজের অভিমত জানাতে গিয়ে সেঁজুতি বলেন, আমি খুব গর্বিত বোধ করছি যে ল্যানসেটের মতো একটি জার্নাল একজন বাংলাদেশি বিজ্ঞানীকে নিয়ে একটি প্রোফাইল লিখেছে। এটি বিশ্বের কাছে আমাদের দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।’


আরো পড়ুন