• রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০২:২৮ পূর্বাহ্ন

শেষটাই

/ ৪৯ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

সুফিয়া ডেইজি:
আলো আসে ফিরে যায়
কিছু আধাঁর কিছু ছায়ায়।
প্রাণীকুলে হানী ভুলে
নিছকই নিজের মায়ায়।
ঘনকুয়াশা খানিক আশা
অধুরায় আধখানি ভরসা!
ফালি চাঁদ খালি ছাদ
আরণ্যক শোভা।
সিন্ধুজল দাবানল
ধোঁয়াটে ছোয়া।
উত্তপ্ত প্রদাহ অভিযোজন
কুজন ভোজন চলে আয়োজন।
স্তব্ধ নিথর মিলনায়তন
দারুণ শোভন আমিত্বজন!


আরো পড়ুন