• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০২:১৬ অপরাহ্ন

লালমনিরহাট দোলাপাড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত – ২

/ ৮২ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

মিজানুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের দোলাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশি গরুর রাখাল নিহত।

নিহতরা হলেন- হাতিবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের হাফিজারের ছেলে সাদিক হোসেন(২২) ও একই ইউনিয়ন ফকিরপাড়া গ্রামের সামাদ আলীর ছেলে নাজির হোসেন মংলু (৩৬)।এছাড়া একই ঘটনায় একজনের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেলেও তার পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) মধ্য রাতে হাতিবান্ধা উপজেলায় বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,ভারত সীমান্ত থেকে গরু আনতে রাতে গরু চোরাচালানি একটি দল দোলাপাড়া সীমান্তের দিকে যায়।‌ এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।এতে ঘটনাস্থলে দুজন গরুর রাখাল গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়।নিহত রাখালদের সঙ্গে থাকা অন্য রাখাল গন লাশ উদ্ধার করে বাংলাদেশ সীমান্তের ভিতরে নিয়ে আসে,এবং পরিবারের সদস্যদের কাছে পৌছে দেয়।

বড়খাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গরু আনতে গিয়ে দুজন রাখাল সীমান্তে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা গিয়েছে, লাশ দুটি নিয়ে আসা হয়েছে।

এ ব্যাপারে বর্ডার গার্ড (বিজিবি) ৬১ব্যাটালিয়ন কমান্ডার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে মুঠো ফোনে তাকে পাওয়া যায়নি।

হাতিবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন,নিহতদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত শেষ হলে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে।


আরো পড়ুন