• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:২৬ অপরাহ্ন

হিলিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বড় দিনের উৎসব পালিত

/ ১৪৯ বার পঠিত
আপডেট: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

গোলাম রব্বানী, হিলি, দিনাজপুর প্রতিনিধি:
নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন পালন করা হয়েছে। রোববার(২৫ ডিসেম্বর) হাকিমপুর (হিলি) উপজেলার আলীহাট ইউনিয়ন জামতলী মিশনে শত শত খ্রিস্টান ধর্ম অনুসারীদের উপস্থিতিতে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে এই উৎসব পালন করা হয়।

সকল খ্রিস্টান অনুসারীদের নিয়ে বিশেষ প্রার্থনা পরিচালনা করেন ঢাকা থেকে আসা ফাদার নিত্য এক্কা। দেশের কল্যাণ ও মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।


এসময় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন হাকিমপুর (হিলি) পৌর মেয়র ও আওয়ামীলীগের সভাপতি জামিল হোসেন চলন্ত।


আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, আলিহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদসহ অনেকে।

উৎসব মুখর পরিবেশে চলে প্রার্থনা, এতে খ্রিস্টান সম্পাদয়ের বেশ সংখ্যক নারী পুরুষরা অংশগ্রহন করেন।


আরো পড়ুন