• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:২৭ অপরাহ্ন

বড়দিন উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

/ ১৩১ বার পঠিত
আপডেট: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

গোলাম রব্বানী, হিলি, দিনাজপুর প্রতিনিধি:
খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দরের সিআ্যন্ডএফ এজেন্টের বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট।


তিনি বলেন,খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে আগামীকাল সোমবার থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

এদিকে হিলি ইমিগ্রেশনের ওসি বদিউজ্জামান বলেন, আমদানি-রপ্তানির বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।


আরো পড়ুন