• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন

মেঘনায় ডাকাত দলের সঙ্গে পুলিশের গোলাগুলি, আটক ১৩

/ ৯২ বার পঠিত
আপডেট: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

চাঁদপুরের মতলব উত্তরের এখলাছপুর মেঘনা নদীতে ডাকাত দলের সঙ্গে পুলিশের গোলাগুলি ঘটনা ঘটেছে। এ সময় ১৩ নৌ-ডাকাতকে আটক করেছে নৌ-পুলিশ। গুলাগুলিতে সালাউদ্দিন নামে এক ডাকাত আহত হওয়ায় তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়।

মেঘনা নদীতে ডাকাতি হচ্ছে এমন সংবাদ পেয়ে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মো. মনিরুজ্জামান সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় তাদেরকে আটক করে।

আটককৃতরা হলোন- মোস্তফা মিজির ছেলে সাব্বির মিজি (২৩), চানমিয়া সরকারের ছেলে মহিউদ্দিন সরকার (৪১), ফারুক গাজী ছেলে আল আমিন (২০), শাহজালাল ছেলে ইমরান (২২), সিরাজ মিজির আরেক ছেলে ফিরুজ মিজি (২৬), জুলহাস বেপারীর ছেলে জীবন বেপারী (২০), তোফায়েল আহমেদের ছেলে আনেযার হোসেন (২৪), মেহাম্মদ বেপারীর ছেলে জহিরুল ইসলাম (২৭), ইদ্রিস হাওলাদারের ছেলে আক্তার হোসেন (২২), মোহাম্মদ বেপারীর ছেলে সাহিন মিয়া (২০), মজিবুল বেপারীর ছেলে সুজন বেপারী (২৭), বাসেদ বেপারীর ছেলে কাসেম বেপারী (২৪), আব্দুল হাওলাদারের ছেলে সালা উদ্দিন (২৮)।

মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মো. মনিরুজ্জামান জানায়, ডাকাতদের কাছ থেকে ২৬টি অ্যান্ড্রয়েড ও ৩৩টি বাটন ফোনসহ মোট ৫৯টি মোবাইল ফোন, ১০টি রামদা, ২টি পাইব গান, ৪টি ছুরি, ১টি সাবাল, ৪ রাউন গুলি, ৬টি বোম উদ্ধার করা হয়েছে।


আরো পড়ুন