• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৪:৩৮ অপরাহ্ন

কথিত শুধু পোস্টার আর মোবাইল নাম্বার ব্যবহার করে চালাচ্ছে প্রতারণার প্রচারণা!!

/ ২৪৮ বার পঠিত
আপডেট: বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯

কথিত শুধু পোস্টার আর মোবাইল নাম্বার ব্যবহার করে চালাচ্ছে প্রতারণার প্রচারণা।
জানা গেছে,দীর্ঘদিন ধরে রংবেরঙের পোস্টার লাগিয়ে বিভিন্ন নামে প্রচারণা চালাচ্ছে প্রতারক চক্র, হাতিয়ে নিচ্ছে অর্থ । সরজমিনে দেখা যায়,কবিরাজ মোহাম্মদ আলী নামে পোস্টারের উপরে সিতা রাণী নামে পোস্টার লাগানো হচ্ছে।
জানা গেছে, প্রতারক চক্রের কৌশল পোস্টারে লেখা অসাধ্য কাজ সাধ্য করা,নিঃসন্তানের সন্তান দেওয়া, জমি নিয়ে ভেজাল, মনের মিলন ঘটায়, বান টুনা যাদু কুফরীর করা, প্রেম ভালোবাসা সৃষ্টি করা, যে কোন জটিল রোগ গ্যারান্টি দিয়ে ভাল করে।

শুধু তাই নয়,যে কোন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ পাঠানো হয় বলে একটি ভুয়া ঠিকানা দেওয়া থাকে মোবাইল( বিকাশ)নাম্বার।

গতকাল সিটির রাজগঞ্জ রোডে পোস্টার লাগানোর সময় দেখা যায়-একটি পোস্টারে লেখা কবিরাজ মোহাম্মদ আলী,একই লেখা শুধু নাম ও মোবাইল নম্বর পরিবর্তন করে সিতা রাণী নামে লাগাচ্ছে । দুই বেদে নারী জানায়,টাকার বিনিময়ে তারা এই পোস্টার গুলো সর্বত্রই লাগাচ্ছে । উল্লেখ্য,সরলমনা মানুষের কাছ থেকে মোবাইলে টাকা নিয়ে পরবর্তীতে নাম্বার ও নাম পাল্টাইয়া আবারো নতুন পোস্টার লাগিয়ে(প্রতারণার মাধ্যমে) টাকা কামাচ্ছে প্রতারক চক্র,কৌশলে চালাচ্ছে প্রচারণা(নাউযুবিল্লাহ)।
ছবি ও লেখাএম কে নূর আলম কুমিল্লা।


আরো পড়ুন