• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৪৪ অপরাহ্ন

মাদারীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা, আহত ৬

/ ৮৮ বার পঠিত
আপডেট: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

মাদারীপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালিয়েছে মালিকপক্ষের লোকজন। এতে আহত হয়েছেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালকসহ ৬ জন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার পাঁচখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর কার্যালয়ের উপপরিচালক (ডিডি) সাইফুল ইসলাম, কম্পিউটার অপারেটর কাজী আবু আবদুল্লাহ, মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহতাব উদ্দিন, সদস্য মো. মনিরুজ্জামান, জাহিদুল ইসলাম, এক্সকাভেটর চালক মো. রায়হান মিয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নিয়ম না মেনে ইটভাটায় কাঠ পোড়ানোর খবর পেয়ে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা এলাকায় অভিযানে যায় পরিবেশ অধিদপ্তরের (সদর দপ্তর) নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হকের নেতৃত্বে একটি দল। এ সময় পাঁচখোলা এলাকার জেএমবি ব্রিকস-এ সত্যতা পেলে ফায়ার সার্ভিসের সদস্যদের মাধ্যমে পানি ছিটিয়ে ভাটার কার্যক্রম বন্ধ করা হয়। এ সময় ইটভাটার মালিক সোবাহান ফকিরের নেতৃত্বে কয়েকশ শ্রমিক ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালায়। ইটপাটকেল নিক্ষেপ করলে আহত হন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালকসহ ৬ জন। এ সময় একটি এক্সকাভেটর (ভেকু) ভাঙচুর করা হয়। খবর পেয়ে সদর থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় ওই ইটভাটা, জেএসবি ব্রিকস, এআরজি ব্রিকস, খান ব্রিকস, এএসবি ব্রিকস, জেএসবি ব্রিকস, আনোয়ার খান ব্রিকস-এ অভিযান চালিয়ে প্রত্যেককে আড়াই লাখ টাকা ও আমেনা ব্রিকসকে দেড় লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক। নিয়মিত এ অভিযান চলবে বলেও জানান তিনি।

মাদারীপুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. মাহতাবউদ্দিন জানান, মুহূর্তেই কয়েকশ মানুষ এতে অতর্কিত হামলা চালায়। সরকারি কাজে বাধা প্রদান করে। মূলত যখন চিমনিকে ভেকু দিয়ে আঘাত করা হয়, ঠিক তখনই এ হামলা চালায় মালিকপক্ষের লোকজন।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক জানান, হামলায় পরিবেশ অধিদপ্তরের ডিডিসহ ছয়জন আহত হয়েছেন। আহতরা চিকিৎসা নিয়েছেন। হামলার ঘটনায় থানায় মামলা করার সিদ্ধান্তের কথাও জানান তিনি।

এ ব্যাপারে অভিযুক্ত সোবাহান ফকিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আরো পড়ুন