• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:২৬ অপরাহ্ন

মশা নিধনে কার্যকর ব্যবস্থা নিতে আইনি নোটিশ

/ ৮১ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৭৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত প্রায় ৬২ হাজার। এ অবস্থায় জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিতে মশা নিধনে কার্যকর ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। বুধবার (২১ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন স্থানীয় সরকার সচিবসহ ১২সিটি করপোরেশনের কাছে ই-মেইল যোগে এ নোটিশ পাঠিয়েছেন।

স্থানীয় সরকার সচিব, ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে এ নোটিশ পাঠানো হয়েছে। মশা নিধনে কার্যকর ব্যবস্থা না নিলে আইনের আশ্রয় নেওয়া হবে বলেও নোটিশে বলা হয়।


আরো পড়ুন