• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৫৮ অপরাহ্ন

কষ্টে র শাখা প্রশাখা আছে?

/ ৯৮ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

সুফিয়া ডেইজি:
কষ্টের কি অক্সিজেন লাগে?
কষ্ট কি জীবন্ত প্রাণীর অঙ্গ কাটার পরবর্তী রক্ত স্রোত ধারার মতো টাটকা প্রবাহ?
সব মানুষ কে নিজের মতো
করে বুঝে নেয়ার দায়িত্ব নিয়েই জন্ম নিলাম কষ্ট
নেই তাতে।
কিন্তু কষ্ট কোথায়?
আমি দায়িত্ব নিই বলেই
প্রাধান্যে রাজত্ব করো সেখানেই কষ্ট।
আমি তোমাদেরকে তোমাদের মতো করেই মানিয়ে নিতে চেষ্টা করি বলে
তোমরা সেটাকে তোমাদের যোগ্যতা ভাবো,
আমি তোমাদের দিন যাপনে
নিজের কিছু খুঁজি না বলে
তোমরা সাধারণ এবং স্বাভাবিক ভাবো,অথচ
এ সব গুলো আমাকেও স্পর্শ করে কষ্ট সেখানেই।
অনেকে ই বলে কষ্টের রঙ নেই – কষ্ট বাহারি রঙ নিয়ে
প্রসেদন হতেই থাকে তোমরা তা বুঝতে চাওনা কষ্ট সেটাই।


আরো পড়ুন