• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:০৯ অপরাহ্ন

পররাষ্ট্রমন্ত্রী শাহারিয়ার আলমকে চেম্বারের অব কমার্সের পক্ষ থেকে সংবর্ধনা

/ ৬৯ বার পঠিত
আপডেট: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

মিজানুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজ এবং লালমনিরহাট পৌর সভার যৌথ উদ্দোগে পররাষ্ট্র মন্ত্রী শাহারিয়ার আলমকে সংবর্ধনা দেওয়া হয়।লালমনিরহাট চার্চ অব গড উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে পররাষ্ট্র মন্ত্রী শাহরিয়ার আলম কে এই সংবর্ধনা দেওয়া হলো আজ।চেম্বার অব কমর্সের সভাপতি এস,এ,হামিদ বাবুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানটি শুরু হয়।

রবিবার (১৮ডিসেম্বর) দুপুর ০২টায় লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির নিজস্ব হল রুমে পররাষ্ট মন্ত্রী শাহরিয়ার আলম কে সংবর্ধনা দেওয়া হয়।সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃমতিয়ার রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন,লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা,জেলা আওয়ামিলীগের যুগ্ন সম্পাদক অ্যাডঃনজরুল ইসলাম রাজু,চেম্বার পরিচালক সেকেন্দার আলী, আঃমজিদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী শাহারিয়ার আলম বলেন,আমার নির্বাচনী এলাকা রাজশাহী ০৬ এটি ভারত সীমান্তবর্তী তাই সীমান্ত এলাকার মানুষের দুঃখ দুর্দশা আমি অনুধাবন করতে পারি। ২০০২ সালে মোগলহাট স্থলবন্দর ভারত বন্ধ করে দেয়।ব্যাবসা বানিজ্য প্রসারে মোগলহাট স্থল বন্দর পুনরায় চালু হোক এটি এই অঞ্চলের মানুষের দাবী,আমি সীমান্তবর্তী যে জেলায় গিয়েছি সেখান কার মানুষ আমার কাছে দাবী করেছে তাদের এলাকর সীমান্ত দিয়ে ভারতের সাথে সরাসরি যোগাযোগের রাস্তা করার।এটি জনসাধারনের দাবী অথচ কদিন আগেও মানুষ কে ভুল বোঝানো হতো ভারত কে আওয়ামিলীগ ট্রানজিট দিয়ে দিল,এটা মানুষ বুঝতে পেরেছে আওয়ামিলীগ যা করছে জনগনের প্রয়োজনে করেছে।আজকে ভারতের সাথে বাংলাদেশের যোগাযোগ বৃদ্ধি এটা আমাদের চেয়ে ভারতের বেশী দরকার,কারন অর্থনৈতিক কারনে সেভেন সিষ্টার রাজ্য গুলির উন্নয়নে এই যোগাযোগ বৃদ্ধি দরকার।

দিনহাটা মোগলহাট লালমনিরহাট রেল লাইন চালু সহ স্থল বন্দর পুর্ন্য স্থাপনে পাঁচটি মন্ত্রনালয় সম্পৃক্ত।ইতিমধ্যে আমরা মন্ত্রনালয় গুলোর সাথে প্রাথমিক কথা বলেছি।সকলের সহযোগীতা নিয়ে এটিকে পুনরায় চালু করার ব্যাপারে আমরা কাজ করবো,আমরা আশাবাদী এটিকে দ্রুত চালু করার জন্য ।

তিনদিনের ব্যাক্তিগত সফরে এসেছেন পররাষ্ট্র প্রতি মন্ত্রী শাহারিয়ার আলম,লালমনিরহাট চার্চ অব গড উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবলী ৭৫ বছর উপলক্ষে অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছেন।তিনি এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র,১৯৭১ সাল থেকে ১৯৮১ সাল প্রযন্ত লালমনিরহাটের বাসিন্দা ছিলেন তিনি ও তার পরিবার ।তার বাবা রেলওয়েতে চাকুরী করতেন, তাই এই জেলার আলো বাতাসের প্রতি তার আলাদা একটা টান রয়েছে সেটি তিনি তার বক্তৃতায় অবলীলায় বলেছেন।

বর্তমানে পররাষ্ট প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম রাজশাহী -৬ আসনের সংসদ সদস্য এবং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতি মন্ত্রী হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।আগামীকাল সোমবার সকালে মোগলহাট স্থল বন্দরের স্থান পরিদর্শন করার কথা রয়েছে পররাষ্ট্র মন্ত্রী শাহারিয়ার আলমের।এরপর ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।


আরো পড়ুন