• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৪১ পূর্বাহ্ন

ত্রিশালে সরকারের সাফল্য ও অর্জন বিষয়ক আলোচনা

/ ৭০ বার পঠিত
আপডেট: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধকরণ এবং সরকারের সাফল্য ও অর্জন বিষয়ক আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে ময়মনসিংহ জেলা তথ্য অফিস।

রবিবার সকালে ত্রিশাল পৌরসভার দুখুমিয়া বিদ্যা নিকেতন মাঠে ময়মনসিংহ জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠানটি হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ’৭১ সেক্টর কমান্ডার ফোরাম এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম মোমেন। তথ্য ভিত্তিক আলোচনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপপরিচালক শেখ মো. শহীদুল ইসলাম। সভাপতিত্ব করেন দুখু মিয়া বিদ্যা নিকেতনের গভর্নিং বডির সভাপতি মো. আবু রায়হান।

বিশেষ অতিথির বক্তব্য দেন ১ নং ওয়ার্ডের কমিশনার ওসমান গণি কুসুম, বিশিষ্ট নাট্যকার কামরুল ইসলাম বাচ্চু মাস্টার, সেলিনা সুলতানা লাকী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র সাংবাদিক এটিএম মনিরুজ্জামান মনির।


আরো পড়ুন