• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:৩১ অপরাহ্ন

গাইবান্ধায় আহম্মদ আলী সরকার স্মৃতি সংঘের আয়োজনে বিনামূল্যে চক্ষু শিবির-ভিডিও

/ ১৩২ বার পঠিত
আপডেট: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

আঃ মতিন সরকার, গাইবান্ধা, প্রতিনিধি:
চোখ বেঁচে থাক,চোখের আলোয়, এই শ্লোগানকে সামনে রেখে। গাইবান্ধার সুন্দরগঞ্জে আহম্মদ আলী সরকার স্মৃতি সংঘ (এস এ এস) এর আয়োজনে সংস্থার প্রধান কার্যালয়ের হলরুমে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।


আজ সকাল ১০ টা থেকে দিনব্যাপি দীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতাল রংপুরের পরিচালনায় একদিনের জন্য চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত চক্ষুরোগী শ্রী কৃষ্ণ চন্দ্র পাল বলেন এই দূর্গম চরাঞ্চলে চক্ষু শিবির ক্যাম্পটি করায় আমরা অত্যান্ত খুশি,এই রকম সেবা অব্যাহত থাকলে গরীব অসহায় মানুষ চোখের সু-চিকিৎসা পেয়ে উপকৃত হবে। কথাহয় চক্ষুরোগী বৃদ্ধ আজগর আলীর সাথে তিনি বলেন এখানে সেবা নিয়ে আল্লাহর রহমতে আমি চোখে দেখতে পাচ্ছি,আলাহ যেন এদের সবার মঙ্গল করেন।

“এস এ এস” এর নির্বাহী পরিচালক এ বি এম নূরুল আখতার মজনু বলেন “এস এ এস” প্রতিষ্ঠানটি দীর্ঘদিন থেকে সমাজের অবহেলিত নিপিড়ীত অসহায় দরিদ্র জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে নানা ভাবে সেবা প্রদান করে আসছে, চক্ষু শিবির সেই সেবা সমূহের একটি। আমরা আগামীতেও এধরনের সেবা অব্যাহত রাখব ।


আরো পড়ুন