• রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৭ পূর্বাহ্ন

নোয়াখালীতে মহান বিজয় দিবসে নানা কর্মসূচী

/ ৬৫ বার পঠিত
আপডেট: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।


দিবসটি উপলক্ষে শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে নোয়াখালী জিলা স্কুল মাঠে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে জেলা প্রশাসক, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, নোয়াখালী প্রেসক্লাব, সকল সরকারি বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


সকাল ৮টায় সোনাইমুড়ী উপজেলার মডেল স্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি জাহাঙ্গীর আলম।


আরো পড়ুন