• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন

নিষিদ্ধ পলিথিন বিক্রি করে পরিবেশ নষ্ট, দুদকে অভিযোগ

/ ৮৪ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

নিষিদ্ধ পলিথিন বিক্রি করে পরিবেশ নষ্ট ও বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদকে) অভিযোগ দায়ের হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে অভিযোগপত্র জমা দেন মো. আরিফুল ইসলাম নামে এক ব্যক্তি।

এতে মধুপুর এবং নিউ রহমানিয়া ট্রান্সপোর্ট নামের একটি প্রতিষ্ঠানের মালিক আমিনুল ইসলামের বিরুদ্ধে সরকার নিষিদ্ধ পলিথিন বিক্রয় করে পরিবেশ নষ্ট করাসহ কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তোলা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত আমিনুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আসিফ সাদিক বলেন, প্রতিদিন দুদকে অনেক অভিযোগ জমা পড়ে। তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে কি না খোঁজ নিয়ে জানাতে পারব।


আরো পড়ুন