• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৪৪ পূর্বাহ্ন

“কুমিল্লায় স্বামীর ঘর থেকে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার”

/ ২২৩ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯

আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া(বাবু)-(কুমিল্লা জেলা প্রতিনিধি):কুমিল্লা জেলার বুুড়িচং উপজেলার উত্তর শ্যামপুর এলাকায় স্বামী ও শাশুড়ীর নির্যাতন সহ্য করতে না পেরে ফাতেমা (২৭) নামে বুধবার দুপুরে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের উত্তর শ্যামপুর আব্দুল মান্নানের ছেলে গ্রাম্য ডাক্তার মো:ইউছুফ দুই বছর পূর্বে ঢাকা জুরাইন উপজেলার আলমবাগ এলাকার মৃত খোরশেদ আলমের মেয়ে ফাতেমা আক্তার ইসলামী শরীয়ত মোতাবেক ডাক্তার ইউছুফের সাথে পারিবারিক ভাবে বিবাহ হয়।

বিবাহ হওয়ার কিছু দিন পার থেকেই শাশুড়ী নাছিমা বেগম পুত্রবধূ ফাতেমা অাক্তারের সাথে ঝগড়া সৃষ্টি করে মানুষিক ও শারীরিক ভাবে নির্যাতন করতেন।এই সব সহ্য করতে না পেরে ফাতেমা আক্তার বুধবার (২০নভেম্বর১৯) দুপুরে স্বামীর বাড়ির উত্তর ভিটা বিলডিং ঘরের দরোজা-জানালা বন্ধ করে উড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।এ খবর পেয়ে স্বামী ডাক্তার ইউছুফ গোবিন্দপুর বাজারের চেম্বার থেকে বাড়িতে আসে এবং বুুড়িচং থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরি করে।

স্থানীয় একাদিক লোক জানান ফাতেমা মৃত্যুর আগে একটি চিরকুট লিখে যান।এই চিরকুট পুলিশ আসার আগেই স্বামী এবং শাশুড়ী মিলে লুকিয়ে রেখেছে।এ নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন চলছে।এলাকাবাসীরা মনে করেন এই চিরকুটে হয়তো মৃত্যুর কারণ লিখে যেতে পারে।ফাতেমাকে বিয়ে করার অাগে স্বামী ডাক্তার ইউছুফ ব্রাম্মণপাড়া উপজেলা মহালক্ষীপাড়া একটি মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল।এই বিয়ে ইচ্ছেকৃত ভাবে ভেঙে দিলে গ্রাম্য সালিশের মাধ্যমে বিয়ে শেষ হয়।শেষ হওয়ার কিছু দিন পর বুড়িচং উপজেলার রামপুর এলাকায় আরেকটি মেয়ের সাথে বিবাহ হলে ওই মেয়েটি তাদের অত্যাচারে চলে যায়।

এ বিষয়ে বুড়িচং থানার তদন্ত ওসি সাফায়েত হোসেন জানান,আমারা এই ঘটনাটি শুনে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


আরো পড়ুন