• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:৪৬ পূর্বাহ্ন

শেখ হাসিনার সরকার কচু পাতার পানি নয় : মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

/ ৮৪ বার পঠিত
আপডেট: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি নাকি পুরানা পল্টনে ১০ লাখ লোকের সমাবেশ করবে, আজই সরকার পতন হবে। কিন্তু তারা জানে না শেখ হাসিনার সরকার কচু পাতার পানি নয়। মাজা ভাঙা বিএনপির পক্ষে কোনোভাবেই আওয়ামী লীগ সরকারকে হটানো সম্ভব না।
শনিবার (১০) ডিসেম্বর সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আওয়ামী লীগ সভানেত্রীর নির্দেশে ঢাকা শহরে প্রত্যেকটি অলিগলি, রাস্তায়, মোড়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ ও শ্রমিক লীগের ভাই-বোনেরা পাহারাদার হিসেবে রয়েছেন। কারণ বিএনপির অভ্যাস খারাপ, দোকানপাট খোলা দেখলেই হাত দেবে। সেজন্য জনগণের জানমালের রক্ষায় আমরা কাজ করছি। আওয়ামী লীগের হাজার হাজার কর্মী পাহারাদার হিসেবে রয়েছে। দুষ্টু লোকদের (বিএনপি) সভা শেষ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।

তিনি বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি ঐক্যবদ্ধভাবে বিজয়ের মাসের পবিত্রতা নষ্ট করার চেষ্টা করছে। আন্দোলনের নামে সারা বাংলাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় শেখ হাসিনার সঠিক সিদ্ধান্তে তাদের এই ষড়যন্ত্র ভেস্তে চলে গেছে। তারা বলেছে, ১০ ডিসেম্বর ঢাকা শহর দখল করবে, খালেদা জিয়া সরকার দখল করবে। এই পরিকল্পনা নিয়ে তারা সন্ত্রাসী কায়দায় এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। প্রকৃতপক্ষে তারা হলো কাগুজে বাঘ। কাল সমাবেশ মঞ্চ করতেও তারা লোক খুঁজে পায়নি।


আরো পড়ুন