• শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৫:৪৯ অপরাহ্ন

বি.আর.টি.সি বাসের ধাক্কায় মান্দা উপজেলা সতিহাট ঋষি পাড়ায় এক যুবকের মৃত্যু!!

/ ২২৫ বার পঠিত
আপডেট: বুধবার, ২০ নভেম্বর, ২০১৯

রিপোর্টার মোস্তাফিজুর রহমান (রিপন)::- মান্দা উপজেলার সতিহাট ঋষি পাড়া নামক স্থানে রাজশাহী টু জয়পুরহাট গামী বি,আর,টি,সি বাসের ধাক্কায় এক যুবক ঘটনাস্থলে নিহত হয়। যুবকটির বাসা মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের সিংগি হাটে।

স্থানিয় সূত্রে যানা গিয়েছে যুবকটি সতিহাটে বাজার করতে আসছিল। এবং বাজারে ডুকার পূর্বেই বাস্তার পার্শ দিয়ে আসছিল হঠাৎ করে দেখতে পায় বি,আর, বাস তার দিকে বেপরোয়া ভাবে চলে আসছে। তখন সেই যুবকটি দৌড় দিতে গেলে বাসের ধাক্কায় ঘটনাস্থলে সেই যুবকটি মারা যায়।


আরো পড়ুন