• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন

হাসপাতালে মোসাদ্দেক

/ ১১৩ বার পঠিত
আপডেট: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে আগামীকাল ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামার কথা ছিল মোসাদ্দেক হোসেনের। কিন্তু সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের আগের দিন অসুস্থ হয়ে পড়েছেন জাতীয় দলের এই ক্রিকেটার। অনুশীলনে আঘাত পেয়ে রীতিমতো হাসপাতালে ভর্তি হতে হয়েছে মোসাদ্দেককে।


সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের আগের দিন অনুশীলন করছিলেন এই ক্রিকেটার। অনুশীলনের এক পর্যায়ে একটি বল এই ক্রিকেটারের উরুতে সজোরে আঘাত করে। এই আঘাতের কারণে হাসপাতালে নেওয়া হয়েছে এই ক্রিকেটারকে। সিলেটের আল হারমাইন হাসপাতালে মোসাদ্দেকের এমআরআই করানো হয়।
এরপর অবশ্য হাসপাতাল থেকে চলে যান এই ক্রিকেটার। এমআরআই রিপোর্টের ওপর ভিত্তি করে এই ক্রিকেটারের পরবর্তী পদক্ষেপ নিশ্চিত করা হবে। ভারত ‘এ’ দলের বিপক্ষে এই ক্রিকেটার খেলবে কি না, সেটিও এখনও অনিশ্চিত।

মোসাদ্দেকের ইনজুরি নিয়ে বাংলাদেশ ‘এ’ দলের ম্যানেজার আবদুর রাজ্জাক গণমাধ্যম বলেন, ‘অনুশীলন করতে গিয়ে বলের আঘাতে আহত হয়েছেন মোসাদ্দেক। হাসপাতালে নিয়ে তাকে পরীক্ষা করানো হয়েছে। আঘাতের কারণে মোসাদ্দেক আগামীকাল খেলতে পারবেন কি না, এই বিষয়টি এখনও নিশ্চিত নয়।


আরো পড়ুন