• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন

অপপ্রচারে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

/ ১০৫ বার পঠিত
আপডেট: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

একটি মহল নানারকম গুজব ও ভয়ভীতি ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে উল্লেখ করে- এতে  বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘দেশের শান্তিপূর্ণ অগ্রগতি অনেকের পছন্দ হচ্ছে না। তাই তারা বিভ্রান্তি ছড়াচ্ছে। এতে বিচলিত হওয়ার কিছু নেই।’

সোমবার (৫ ডিসেম্বর) রাজধানীর মিরপুর সেনানিবাসে ‘ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২২ ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২২’ এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।  

প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধ, নিষেধাজ্ঞা,পাল্টা নিষেধাজ্ঞার মধ্যে যখন উন্নত বিশ্বের দেশগুলো হিমশিম খাচ্ছে, সেই পরিস্থিতিতেও বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে সরকার। ’ 

আরও পড়ুন…অসম্ভবকে সম্ভব করাই আমাদের চরিত্র: প্রধানমন্ত্রী 

তিনি বলেন, ‘পৃথিবীর প্রায় সব দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে বাংলাদেশ অবহিত আছে, তাই যুদ্ধ নয়, শান্তি চায় বিশ্বব্যাপী। মতপথের ভিন্নতা থাকলেও তা আলোচনার মাধ্যমে সমাধান করে বাংলাদেশ। আত্মমর্যাদাশীল একটি জাতি হিসেবে বাংলাদেশ পৃথিবীর সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই এগিয়ে যাবে। ’

প্রধানমন্ত্রী বলেন, ‘মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ দমন করে দেশকে আর্থ সামাজিকভাবে এগিয়ে নিতে হবে। সার্বিকভাবে আর্থিক স্বাবলম্বন অর্জন করতে না পারলে স্বাধীনতার অর্জন অর্থহীন হয়ে যাবে। ’

শেখ হাসিনা বলেন, ‘ভিক্ষা করে নয়, হাত পেতে নয়, নিজেদের আত্মমর্যাদা নিয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে বাংলাদেশ ও বাঙালি জাতি। নিজেদের সঞ্চয় রাখতে হবে, বাড়াতে হবে উৎপাদন। ’ 

বিশ্ব মন্দার ধাক্কা মোকাবেলায় বিলাসিতা পরিহার করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন… গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই উন্নতি সম্ভব হচ্ছে: প্রধানমন্ত্রী

সূত্র: নিউজ২৪


আরো পড়ুন